আর্জেন্টিনা দলে ফিরবে মেসি: সুয়ারেস

কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত লিওনেল মেসি পুনর্বিবেচনা করবেন বলে মনে করেন তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 12:42 PM
Updated : 30 June 2016, 01:13 PM

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান মেসি।

টাইব্রেকারে মেসির নেওয়া আর্জেন্টিনার প্রথম শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিন বছরে টানা তৃতীয় ফাইনাল উঠেও আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপা খরা কাটাতে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

অবশ্য সুয়ারেসের বিশ্বাস, ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনাকে ‘ডাবল’ ও তার আগের মৌসুমে ‘ট্রেবল’ জেতানো মেসি তার অবসরের সিদ্ধান্ত পাল্টাবেন।

উরুগুয়ের এই তারকা নিজের দেশের একটি রেডিওকে বলেন, “লিওকে যতটা চিনি, আমি নিশ্চিত সে ওই মুহূর্তের কষ্ট ও অসহায় অবস্থা থেকে এটা বলেছে।”

“সে এই সিদ্ধান্ত নিলে ফুটবলের জন্য সেটা হবে লজ্জার। কিন্তু আমি নিশ্চিত, সে পুনর্বিবেচনা করবে এবং সিদ্ধান্ত পাল্টাবে।”

তবে মেসির এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাও আছে সুয়ারেসের।

“এটা কঠিন সময়। প্রত্যেকের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এবং সেগুলোকে শ্রদ্ধা করতে হবে।”