মাদ্রিদে কাতালান পতাকা নিতে পারবে বার্সা সমর্থকরা

মাদ্রিদে কোপা দেল রের ফাইনালে কাতালান পতাকা নিয়ে যেতে পারবে বার্সেলোনার সমর্থকরা। স্পেন সরকারের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 04:16 PM
Updated : 20 May 2016, 04:16 PM

আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদরনে আগামী রোববার কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে লা লিগার শিরোপা জেতা বার্সেলোনা।

গত মৌসুমের কোপা দেল রের ফাইনালে কাতালান পতাকা দেখানোর জন্য কাম্প নউয়ের ক্লাবটিকে জরিমানা করা হয়েছিল। আর এবার এসতেলাদেস নামে পরিচিত ওই পতাকা নিয়ে যাওযা নিষিদ্ধ করা হয়।

এই নিষেধাজ্ঞাকে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনার কর্তৃপক্ষ তাদের ‘মত প্রকাশের স্বাধীনতায় আক্রমণ’ বলে উল্লেখ করে।

বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক হেসুস তরেস মার্তিনেস বার্সেলোনার পক্ষে রায় দেন।