ইভান রাকিতিচের হৃদয়ে তার সাবেক ক্লাব সেভিয়ার জন্য এখনও ভালোবাসা আছে। সাবেক ক্লাবের বিপক্ষে গোল পেলে উদযাপন করবেন না জানিয়ে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার বলেছেন, বার্সেলোনাকে কোপা দেল রে জেতাতে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন।
Published : 20 May 2016, 09:17 PM
ঘরোয়া ‘ডাবল’ জয়ের লক্ষ্যে আগামী রোববার ভিসেন্তে কালদেরনে কোপা দেল রের ফাইনালে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জেতা সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।
২০১৪ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো রাকিতিচ বলেন, “অবশ্যই আমার হৃদয়ের একটা অংশ অন্য পাশে আছে। কিন্তু এই শিরোপা জিততে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব এবং সমর্থকদের আনন্দ করার জন্য কিছু দিতে চাই।”
সেভিয়াকে ইউরোপা লিগের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে বলেন রাকিতিচ।
“আমি সব সময়ই সেভিয়ার ভালো চাই। কিন্তু তারা বুধবার একটি শিরোপা জিতেছে-তাদের জন্য এটাই যথেষ্ট। আগামী মৌসুমে উয়েফা সুপার কাপে আরেকটি সুযোগ আছে তাদের, কিন্তু এখন তাদের বুঝতে হবে যে আমার যা করা দরকার আমি তাই করছি। বার্সেলানাকে এই শিরোপা জেতাতে শতভাগ লড়াই করব।”
“গোল পেলে আমি উদযাপন করব না। আমি তাদের শ্রদ্ধা করি। আমার হৃদয়ের একটা অংশ তাদের জন্য সংরক্ষিত। আমি আমার বন্ধু ও সতীর্থদের সঙ্গে শিরোপা জয় উদযাপন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি শিরোপাটি জিততে চাই।”
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে ছিটকে পড়া বার্সেলোনা গত শনিবার শেষ রাউন্ডে গ্রানাদাকে হারিয়ে লা লিগার শিরোপা ধরে রাখে।