ভার্ডি-মাহরেজদের ধরে রাখার আশা লেস্টার মালিকের 

দারুণ একটি মৌসুম কাটানো লেস্টার সিটির তারকা খেলোয়াড়দের ইউরোপের বড় ক্লাবগুলো পেতে চাইছে বলে গুঞ্জন চলছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়ন ক্লাবটির মালিক ভিচাই শ্রিবধানাপ্রভা জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ, এনগোলো কান্তেদের মতো মূল খেলোয়াড়দের ধরে রাখার আশা করছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 02:03 PM
Updated : 20 May 2016, 02:03 PM

লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডের ফরোয়ার্ড ভার্ডি, আলজেরিয়ার উইঙ্গার মাহরেজ আর ফ্রান্সের মিডফিল্ডার কান্তে।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে থাইল্যান্ডের ধনকুবের শ্রিবধানাপ্রভা বলেন, “আমি আত্মবিশ্বাসী, আমরা তাদের রাখতে পারব এবং আমি মনে করি, তারা আমাদের সঙ্গে থাকবে।”

“তারা আমাদের দলের শীর্ষ খেলোয়াড় হতে পারে। অন্য দলে গেলে তাদের হয়ত বেঞ্চে বসে থাকতে হবে। কে জানে?”

আগামী মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লেস্টার। ইউরোপের অভিজাত এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা লেস্টারের শীর্ষ খেলোয়াড়দের জন্য এখানে থেকে যাওয়ার প্রেরণা হবে বলে মনে করেন শ্রিবধানাপ্রভা।

“আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলছি এবং আমাদের দলে থাকতে পেরে তারা যথেষ্ট খুশি।”