হকি লিগে আবাহনীর টানা তৃতীয় জয়

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়ের ধারায় আছে আবাহনী লিমিটেড। বাংলাদেশ এসসিকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গত লিগে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 01:53 PM
Updated : 20 May 2016, 01:53 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় খেলায় অ্যাজাক্স এসসি ও ওয়ান্ডারার্স এসসি পয়েন্ট ভাগাভাগি করেছে। ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।
 
বাংলাদেশ রেলওয়ে এসসিকে ১৪-০ গোলে উড়িয়ে দেওয়া আবাহনী দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবকে হারায় ১০-৩ ব্যবধানে। তবে শুক্রবার আবাহনীকে গোলের জন্য কষ্টই করতে হয়েছে। শেষ পর্যন্ত রাজীব দাস, মোহাম্মদ ইরফান ও শেখ মোহাম্মদ নান্নুর গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঘরোয়া হকির ঐতিহ্যবাহী দলটি।
 
বাংলাদেশ এসসির একমাত্র গোলদাতা শাহবাজ আলী। এ নিয়ে চলতি লিগে দ্বিতীয় ম্যাচ হারল দলটি। সাধারণ বীমার কাছে হেরে লিগ শুরু করা বাংলাদেশ এসসি নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্সকে ৪-২ গোলে হারিয়েছিল।
 
দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ওয়ান্ডারার্স। সারোয়ার মোর্শেদ ও আল নাহিয়ান শুভ গোল দ্বিতীয়ার্ধে শোধ করে দেন অ্যাজাক্সের রাহান সারোয়ার ও মোহাম্মদ রুবেল।