ইরান ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু মেয়েদের

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামী ২৭ অগাস্ট ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৭ সালে থাইল্যান্ডে হতে যাওয়া এই আসরের মূল পর্বে ওঠার মিশন শুরু করবে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 01:51 PM
Updated : 20 May 2016, 01:51 PM

কুয়ালালামপুরে গত বৃহস্পতিবার বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ইরান ছাড়াও ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে কিরগিজস্তান, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর। ‘সি’ গ্রুপের বাছাইয়ের আয়োজক হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা।

মোট ২৪ দল এবারের বাছাইয়ে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের সেরারা পাবে মূল পর্বে খেলার টিকেট। গত আসরের সেরা চার দল উত্তর কোরিয়া, চীন, জাপান ও থাইল্যান্ড সরাসরি মূল পর্বে খেলবে।

তবে টুর্নামেন্টের স্বাগতিক থাইল্যান্ড ‘এ’ গ্রুপের বাছাইয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দলটি গ্রুপ চ্যাম্পিন হলে সেক্ষেত্রে রানার্সআপ পাবে মূল পর্বে খেলার সুযোগ।

কাতার সরে দাঁড়ানোয় গত আসরের বাছাইয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশের মেয়েরা। জর্ডানের মেয়েদের ১-০ গোল হারিয়ে শুরু করা সানজিদারা দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। কিন্তু শেষ দুই ম্যাচ ভারত ও ইরানের কাছে হেরে যাওয়ায় মূল পর্বে ওঠা হয়নি মেয়েদের।