খেলোয়াড়দের স্রেফ নিজেদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দিতে বললেন ম্যানচেস্টার সিটি কোচ।
ইন্টার মিলান ও ইউভেন্তুসের সাবেক কোচ ইতালির জাতীয় এই সম্মাননা পাচ্ছেন ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য।
রানিয়েরির এই সম্মাননা ইতালির নাইটহুডের তৃতীয় পর্যায়ের। ১৯৮২ ও ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো খেলোয়াড়রা পেয়েছিল এর চেয়ে নিচের ধাপের সম্মাননা।
রানিয়েরিকে তার অর্জনের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের সম্মানজনক নাইট উপাধি দেওয়ার জন্য মনোনীত করতে লেস্টার ইস্টের এমপি কিথ ভাজ গত সপ্তাহে ক্যাবিনেট অফিসে আবেদন জানান।
এর আগে ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন আর ইতালির বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতানো রানিয়েরি।