ইতালির নাইট উপাধি পাচ্ছেন রানিয়েরি

লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো ক্লাওদিও রানিয়েরি তার দেশ ইতালিতে নাইট উপাধি পেতে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 01:23 PM
Updated : 20 May 2016, 01:23 PM

ইন্টার মিলান ও ইউভেন্তুসের সাবেক কোচ ইতালির জাতীয় এই সম্মাননা পাচ্ছেন ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য।

রানিয়েরির এই সম্মাননা ইতালির নাইটহুডের তৃতীয় পর্যায়ের। ১৯৮২ ও ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো খেলোয়াড়রা পেয়েছিল এর চেয়ে নিচের ধাপের সম্মাননা।

রানিয়েরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুদি জুলিয়ানি, চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেল্লিনি আর অপেরা গায়ক লুচিয়ানো পাভারোত্তি ও আন্দ্রেয়া বোচেল্লিদের পাশে নিজের নাম লেখাচ্ছেন।

রানিয়েরিকে তার অর্জনের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের সম্মানজনক নাইট উপাধি দেওয়ার জন্য মনোনীত করতে লেস্টার ইস্টের এমপি কিথ ভাজ গত সপ্তাহে ক্যাবিনেট অফিসে আবেদন জানান।

এর আগে ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন আর ইতালির বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতানো রানিয়েরি।