৫ ফুটবলারকে বাদ দিলেন ক্রুইফ

চোটের কারণে আতিকুর রহমান মিশু বাদ পড়েছিলেন আগেই। এবার এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল থেকে আরও পাঁচ জনকে বাদ দিলেন জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 12:43 PM
Updated : 20 May 2016, 12:43 PM

প্রাথমিক দল থেকে নুরুল আবসার, মান্নাফ রাব্বী, সৈকত রহমান, কৌশিক বড়ুয়া ও খালেকুরজামান-এই পাঁচ জনকে বাদ দেন ক্রুইফ। এদের মধ্যে রহমতগঞ্জের ফরোয়ার্ড নুরুলের ছিটকে পড়ার কারণ হাঁটুর চোট। বাকিরা অভিজ্ঞতার ঘাটতির কারণে কোচের হিসেবে নেই আপাতত।
 
৩৬ জনের প্রাথমিক দল ছোট করে আনা নিয়ে টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু শুক্রবার সাংবাদিকদের বলেন, “দল চূড়ান্ত করতে ধারাবাহিকভাবে কোচ এ (বাদ দেওয়ার) কাজ করবেন। যাদের ক্রুইফ বাদ দিয়েছেন, তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে এবং তারা এ মুহূর্তে জাতীয় দলে খেলার জন্য যথেষ্ট যোগ্য নয় বলে মনে করেছেন তিনি।”
 

বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান ফুটবলার জোসেফ নুর রহমান প্রাথমিক দলে না থাকলেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনুশীলনে এসেছিলেন। এই মিডফিল্ডার জাতীয় দলের ডাচ কোচকে সন্তুষ্ট করতে পারেননি বলে জানান রুপু।
“নুরের দুটি সেশন দেখেন ক্রুইফ। তাকে নিয়ে কোচ বলেছেন, জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হতে তার আরও সময় প্রয়োজন।” 
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগের ম্যাচ খেলতে ২৯ মে মামুনুলদের তাজিকিস্তানের পথে রওনা দেওয়ার কথা রয়েছে।
দুশানবের ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানান রুপু।
“আমরা যেহেতু দুবাই হয়ে তাজিকিস্তান যাব, সেহেতু কোচ চাইছেন, দুবাইয়ে স্বাগতিক দেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে।”