বার্সার ঘরে ‘ডাবল’ দেখছেন চাভি

ইউরোপা লিগ জিতে সেভিয়া আভাস দিয়েছে কোপা দেল রের শিরোপা জয়েরও বড় দাবিদার তারা। তবে এই প্রতিযোগিতার ফাইনালে বার্সেলোনাকেই ‘ফেভারিট’ হিসেবে দেখছেন চাভি এর্নান্দেস। আশা করছেন, তার সাবেক ক্লাব ঘরোয়া ‘ডাবল’ জয়ের উচ্ছ্বাসে ভাসবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 11:59 AM
Updated : 20 May 2016, 11:59 AM

লা লিগার শিরোপা ধরে রাখা বার্সেলোনা আগামী রোববার ভিসেন্তে কালদেরনে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলতে নামবে।

গত বুধবার বাসেলে ফাইনালে পিছিয়ে পড়েও লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগের শিরোপা জেতে সেভিয়া। 

কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজকদের ওয়েবসাইটে চাভি বলেন, “বার্সেলোনাই ফেভারিট। ইউরোপা লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলেছে সেভিয়া এবং তারাই ভালো দল ছিল। বড় (টুর্নামেন্টের) ফাইনালগুলোতে খেলার অভিজ্ঞতা আছে তাদের এবং তারা যা অর্জন করেছে তা অসাধারণ।”

“কিন্তু বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং আশা করি, তারা ডাবল জিতবে”, যোগ করেন বর্তমানে কাতারের আল সাদে খেলা চাভি।

১৯৯৮ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর দলের সঙ্গে সব মিলিয়ে ২৫টি শিরোপা জেতা চাভি কোপা দেল রে জেতেন তিনবার।