ইএসপিএন এফসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী পগবা একজন আদর্শ মিডফিল্ডার হতে কী প্রয়োজন তা জানান।
“সবকিছু করা: রক্ষণ, আক্রমণ, গোল, গোলে সহায়তা, ট্যাকল, বল কেড়ে নেওয়া; মাঠে একজন নেতা হওয়া।”
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০১২ সালে ইতালির ক্লাব ইউভেন্তুসে নাম লেখানোর পর টানা চারটি সেরি আ শিরোপার সঙ্গে একটি ইতালিয়ান কাপ জেতেন পগবা। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলে তার দল।
এই সময়ে বিশ্বের অন্যতম সেরা তরুণ খেলোয়াড় হিসেবে বিবেচিত পগবা নিজেকে এক ‘নতুন মিডফিল্ডার’ হিসেবে গড়ে তুলতে চান।
“রোনালদো, রোনালদিনিয়ো, মেসি, ইনিয়েস্তা, প্রত্যেকজন। আমি সিরিয়াস। একজনের মধ্যে সব খেলোয়াড় থাকবে।”
“একজন রক্ষণাত্মক মিডফিল্ডার থেকে আক্রমণাত্মক মিডফিল্ডার, ফরোয়ার্ড। আমি প্রত্যেকের গুণ পেতে চাই। আমি এমন একটা পর্যায়ে যেতে চাই যেখানে আমার সব থাকবে: (প্যাট্রিক) ভিয়েরা, দিদিয়ের দেশম, জিদান, রোনালদিনিয়ো, অঁরি, রোনালদো।”
“আমি এরই মধ্যে গোল করেছি, গুরুত্বপূর্ণ পাসগুলো দিয়েছি, বল কেড়ে নিয়েছি। এটা কেবল মানটা বাড়ানোর বিষয়।”
ইউরো ২০১৬ সালে সাফল্য পেতে উন্মুখ পগবা মনে করেন, এখনও অনেক কাজ করতে হবে তাকে।
“আমি নিজেকে এখনও বড় খেলোয়াড় মনে করি না; আমি মনে করি, এখনও কিছুই করিনি। ফুটবলে আমি কিছুই করিনি। আমি লিগ শিরোপগুলো জিতেছি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতিনি, বিশ্বকাপ আর ইউরো জিতিনি। ফ্রান্সে ২০১৬ ইউরো জেতাটা মন্দ হবে না। বড় খেলোয়াড় হতে এবং সবকিছু জিততে আমি কাজ করতে চাই।”