মেসির জায়গা নিতে পারবেন বলে ভাবেননি সুয়ারেস

লিওনেল মেসিকে সরিয়ে বার্সেলোনায় মূল স্ট্রাইকারের জায়গা নিয়েছেন লুইস সুয়ারেস। অথচ ২০১৪ সালে লিভারপুল থেকে কাতালান ক্লাবটিতে নাম লেখানোর সময় এটা ভাবতেও পারেননি উরুগুয়ের এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 09:17 AM
Updated : 20 May 2016, 09:17 AM

লিভারপুলে খেলার সময়ের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটানো সুয়ারেস বার্সেলোনাকে লা লিগার শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পথে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’।

লা লিগার সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৫ ম্যাচ খেলে ৪০ গোল করেন সুয়ারেস। শেষ রাউন্ডে চলে যাওয়া শিরোপা লড়াইয়ে গ্রানাদাকে ৩-০ ব্যবধানে হারাতে দারুণ এক হ্যাটট্রিক করেন তিনি।

বিন স্পোর্টসকে সুয়ারেস বলেন, “আমি এই পজিশনে খেলার কথা কখনও কল্পনা করিনি। কারণ, লিও ‘নয় নম্বর’ হিসেবে খেলছিল এবং আমি ভেবেছিলাম, ‘আমাকে তারা কোথায় খেলাবে?’”

মেসির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো বলে জানান সুয়ারেস।

“মাঠ আর মাঠের বাইরে আমাদের সম্পর্ক খুব ভালো। …এর কিছুই কৃত্রিম বা অভিনয় নয়। এটা সত্যি এক বন্ধুত্ব, যেখানে কোনো ঈর্ষা নেই এবং যেখানে আমাদের সম্পর্ক ভালো। আমরা একে অপরকে পরামর্শ দেই এবং সবার বিষয়গুলো ভালো হলে আমরা খুশি হই।”

লিওনেল মেসিকে বিশ্ব সেরা উল্লেখ করে সুয়ারেস বলেন, “আমি আমার বাচ্চাদের বলি, আমি ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলেছি এবং এটা একটা সম্মানের বিষয়।”