বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ফেরায় বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা আর্জেন্টিনা দলে স্বস্তির সুবাতাস বইছে। সের্হিও আগুয়েরোও জানিয়েছেন, দলের সেরা তারকা ফেরায় ‘মুক্তি’ অনুভব করছেন তারা।
Published : 22 Mar 2016, 02:03 PM
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গত চার ম্যাচে চোটে পড়া মেসিকে ছাড়া খেলেছে আর্জেন্টিনা। এক জয় ও দুই ড্রয়ে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়) চিলির বিপক্ষে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে পাচ্ছেন জেরার্দো মার্তিনো।
মেসি ফেরায় স্বস্তির কথা জানিয়ে আগুয়েরো বলেন, “লিও আমাদের জন্য সবসমই গুরুত্বপূর্ণ এবং তার ফেরায় আমরা খুবই খুশি। কেননা, তার সঙ্গে খেলা আসলেই আনন্দের।”
২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতেন মেসি। পরের বছর বেইজিং অলিম্পিকে দলকে সোনা এনে দেন তিনি। গত বিশ্বকাপে ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে যাওয়ায় মেসির জাতীয় দলের হয়ে শিরোপা জেতা প্রতীক্ষা বাড়ে। গত বছরের কোপা আমেরিকাতেও ফাইনালে চিলির কাছে হারে মেসির দল।