স্বাগতিক জাপানের সানফ্রেসে হিরোশিমার বিপক্ষে প্রত্যাশিত জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেট।
Published : 16 Dec 2015, 05:58 PM
প্রথম সেমি-ফাইনালে বুধবার ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনার দল রিভার প্লেট। গোলশূন্য প্রথমার্ধের পর ৭২তম মিনিটে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস আলারিও।
শেষ চারের দ্বিতীয় ম্যাচেও কোনো অঘটন না ঘটলে আর্জেন্টিনার ক্লাবটির শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ হতে যাচ্ছে বার্সেলোনা।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে খেলবে ইউরোপের চ্যাম্পিয়ন বার্সেলোনা।