স্প্যানিশ ফুটবল
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনের মতে, উশৃঙ্খল দর্শকদের পাশাপাশি তাদরকে উত্তেজিত করা ফুটবলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
Published : 30 Sep 2024, 12:02 PM
মাদ্রিদ ডার্বি চলার সময় গ্যালারিতে বিশৃঙ্খলা পাকানো দর্শকদের শাস্তি চান দিয়েগো সিমেওনে। তবে শুধু এক পক্ষকেই দায় দিচ্ছেন না তিনি। এসব ঘটনা যারা উসকে দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন তিনি। আতলেতিকো মাদ্রিদ কোচের কাঠগড়ায় এখানে রেয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া।
লা লিগায় রোববার আতলেতিকো মাদ্রিদ ও রেয়াল মাদ্রিদের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
আতলেতিকোর মাঠে ৬৪তম মিনিটে এদের মিলিতাওয়ের গোলে রেয়াল এগিয়ে যাওয়ার একটু পরই ঝামেলার শুরু। সাউথ লোয়ার স্ট্যান্ড, যেখানে বসেছিলেন আতলেতিকোর সমর্থকগোষ্ঠী ‘আতলেতিকো উলত্রাস ফোন্ডো সুর’, কিছুটা উগ্র হিসেবে যাদের পরিচিতি আছে, তাদের মধ্যে কেউ লাইটার ছুড়ে মারেন কোর্তোয়ার দিকে। পরে প্লাস্টিক বোতলসহ আরও নানা কিছু ছুড়ে মারা হয়। রেফারি থামিয়ে দেন খেলা।
শুরুতে ১০ মিনিট খেলা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মিনিট বিশেক পর শুরু হয় খেলা। পরে ৯০ মিনিট শেষে যোগ করা আট মিনিটের পঞ্চম মিনিটে গোল করে নাটকীয়ভাবে ম্যাচ ড্র করে আতলেতিকো।
ম্যাচের পর অনুমিতভাবেই মূল আলোচনা ছিল দর্শকদের আচরণ ও খেলা বন্ধ হওয়া নিয়ে। আতলেতিকোর কোচ সিমেওনে উশৃঙ্খল দর্শকদের পাশাপাশি ইঙ্গিত করলেন কোর্তোয়ার আচরণের দিকেও।
“আমার মতামত হলো, এই ধরনের ঘটনা যারা ঘটায়, ক্লাবের উচিত তাদেরকে শাস্তি দেওয়া। এই ধরনের লোকদের প্রয়োজন নেই আমাদের। যারা আমাদের পাশে থাকেন এবং সমর্থন করেন, তাদের দরকার আমাদের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ক্লাবের ক্ষতি করে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে এর মানে এই নয় যে, এসব ঘটনা যারা উসকে দেয়, তাদের কাজ ন্যায্য হয়ে যাচ্ছে।”
“আমাদের সবাইকে সহায়তা করতে হবে (পরিস্থিতির উন্নতিতে)। যারা লাইটার ছুড়েছে, অবশ্যই ঠিক করেনি। কিন্তু আমরা যারা নেপথ্যে আছি, তারা যদি দর্শকদের ছোট করি, তাদের দিকে তেড়ে যাই, উত্তেজিত করার চেষ্টা করি, তাহলেও তো লোকে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।”
এসব ক্ষেত্রে ফুটবলারদের বড় দায়িত্ব দেখেন আতলেতিকো কোচ। দর্শকদের তাতিয়ে দেওয়ার মতো কোনো কাজ ফুটবলারদের করা উচিত নয় বলে মনে করেন তিনি।
“আমাদেরকেও তাই শান্ত থাকতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। গোল উদযাপন করার ব্যাপারটি তো স্রেফ উদযাপন করলেই হয়। কিন্তু গ্যালারির দিকে তাকিয়ে উদযাপন করা, গ্যালারির দিকে তেড়ে যাওয়া, নানারকম অঙ্গভঙ্গি করা উচিত নয়, কারণ তাতে লোকে ক্ষেপে যায়।”
“অবশ্যই এতে দর্শকদের কাজ ন্যায্য হয়ে যায় না। তবে যার কারণে এসবের শুরু, তার কাজও ন্যায্য হয় না। এরকম চলতে থাকলে আমরা সবসময় এরকম ঘটনার শিকার হতেই থাকব। যারা লাইটার বা নানা কিছু ছুড়ছে, তাদের যেমন শাস্তি হওয়া উচিত, এসব ঘটনা যারা উসকে দেয়, তাদেরও শাস্তি হওয়া উচিত। শাস্তি না দেওয়া মানে এই ধরনের কাজগুলো করার সুযোগ করে দেওয়া।”
ম্যাচের পর সোমবার ভোরে বিবৃতি দিয়ে আতলেতিকো জানায়, ঘটনার সঙ্গে জড়িত একজনকে এর মধ্যেই আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করতে পুলিশের সঙ্গে মিলে ক্লাবের নিরাপত্তা বিভাগ কাজ করছে বলে জানানো হয়। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেই জোর দিয়ে বলা হয় বিবৃতিতে।
স্প্যানিশ কিছু সংবাদমাধ্যমের খবর, আটক হওয়া ওই দর্শকের কাছ থেকে একটি ছুরি পেয়েছে পুলিশ।