ঢাকায় চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’

ইউনিলিভারের হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমের আয়োজনে ঢাকায় চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 10:55 AM
Updated : 26 Feb 2019, 07:59 AM

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের এই আয়োজনে বাংলাদেশের ১৯ জন এবং ১১ জন বিদেশি ডিজাইনারের কাজের প্রদর্শনী হচ্ছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্রেসেমের সঙ্গে এ আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ-এফডিসিবি। বলা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ ফ্যাশন ইভেন্ট এটা।

আয়োজকরা আশা করছেন, বর্ণিল এই আয়োজন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ‘আলোড়ন সৃষ্টি করবে’।

এ আয়োজনের প্রথম দিন শনিবার হেয়ার স্টাইলিস্ট আফরোজা পারভিন এবং ভারতীয় ডিজাইনার পারমিতা ব্যানার্জি, হুমায়রা খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, মুসাররাত রহমান, মালদ্বীপের আয়সাত সামলা, ইজমাত নাজ রিমা, লিপি খন্দকার ও নেপালের আনু শ্রেষ্ঠার কাজের প্রদর্শনী হয়।
‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’ চলবে সোমবার পর্যন্ত। এ আয়োজনের হস্পিটালিটি পার্টনার হিসেবে রয়েছে লো মেরিডিয়ান।

হেয়ার স্টাইলের নতুন ট্রেন্ড উপস্থাপন করার জন্য ট্রেসেমে এ বছর বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদের নিয়ে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।