ভোট দিলেন মাশরাফি দম্পতি

নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 09:08 AM
Updated : 30 Dec 2018, 09:08 AM

রোববার দুপুর ১টার দিকে তারা ভোট দিতে কেন্দ্রে আসেন।

ভোট দেওয়ার পর মাশরাফি বলেন, “এ পর্যন্ত প্রায় ৩০টি ভোট কেন্দ্র ঘুরে দেখিছি। সব জায়গায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে।

“কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির খবর পাওয়া যায়নি।”

নড়াইল-২ (নড়াইল পৌরসভা ও সদরের আটটি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ২০ দলীয় জোটের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান।

এ আসনে মোট কেন্দ্র ১৪০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩৬টি। ভোটারের সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৮৪৪ জন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর পাঁচ শতাধিক সদস্য নড়াইলে দায়িত্ব পালন করছেন।”

এছাড়া বিজিবি-৪ প্লাটুন, র‍্যাবের ৮৭৮ জন, পুলিশের দুই হাজার ৯০৪ জনসহ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন আছে বলে জানান তিনি।