ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে যেভাবে

দেশের সব মহানগর এলাকার ভোটাররা মোবাইল ফোন থেকে এসএমএস করেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জেনে নিতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 09:10 AM
Updated : 29 Dec 2018, 09:32 AM

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে জেনে নেওয়া যাবে ভোটকেন্দ্রের তথ্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক যুগ্মসচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন ভোটার তার জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে সহজেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্র জেনে নিতে পারবেন।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। প্রায় সাড়ে ১০ কোটি ভোটার ২৯৯ আসনের ৪০ হাজারের বেশি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আব্দুল বাতেন বলেন, “সাধারণত গ্রামের এলাকায় কে কোন কেন্দ্রে ভোটার তারা জানেন। কিন্তু শহর এলাকায় ভোটারদের এ নিয়ে অসুবিধায় পড়তে হয়। মহানগরের ভোটারদের সুবিধার জন্য এ সেবা চালু হল।”

ইসি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন। পরে অন্যান্য অঞ্চলেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এসএমএসে

যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে এ গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এর জায়গায় স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। 

কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই নম্বরের আগে জন্মসাল যোগ করতে হবে। অর্থৎ, এই নম্বর হতে হবে ১৭ ডিজিটের। 

যেমন- PC স্পেস xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে 105 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে জানা যাবে কেন্দ্রের তথ্য।

অনলাইনে

যারা অনলাইনে নিজের ভোটকেন্দ্রের তথ্য জানতে চান, তাদের যেতে হবে এনআইডি উইংয়ের এই সেবার (https://services.nidw.gov.bd/voter_center) ওয়েব ঠিকানায়।

নির্ধারিত ঘরেএ নআইডি নম্বর অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা কোডে দেখানো ইংরেজি হরফ লিখে ক্লিক করলেই জানা যাবে ভোটার এলাকা, ভোটার নম্বর ও ভোটকেন্দ্র।