ইসির স্টিকার থাকলে ছাড় পাবে সাংবাদিকের বাইক

জাতীয় নির্বাচন ঘিরে তিন দিন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নির্বাচন কমিশনের দেওয়া ‘সাংবাদিক’ লেখা বিশেষ স্টিকার থাকলে ছাড় পাবেন সংবাদকর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2018, 04:30 AM
Updated : 28 Dec 2018, 04:30 AM

নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর মাধ্যমে প্রাথমিকভাবে আরেপিত নিষেধাজ্ঞা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হল।”

৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোটের আগে-পরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, সংবাদপত্র বহনকারীসহ ‘জরুরি কাজে’ ব্যবহৃত যানবাহন এর বাইরে থাকবে।

২৮ ডিসেম্বর রাত ১২টা থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত স্টিকারবিহীন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।