এসব ছবিতে রুয়ান্ডায় নিহত শিশুকে যেমন রোহিঙ্গাহিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে; তার বিপরীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবিকে আবাররোহিঙ্গা বিদ্রোহী বলে দেখানো হচ্ছে।
রোহিঙ্গা নিপীড়ন নিয়ে আলোচনার মধ্যে সামাজিকযোগাযোগ মাধ্যমে আসা কয়েকটি ছবি ভুয়া বলে বিবিসি খুঁজে বের করেছে।
এসব ভুয়া ছবিতে সাধারণ মানুষের পাশাপাশিতুরস্কের একজন মন্ত্রীও যে বিভ্রান্ত হয়েছেন, তাও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।
মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার মুসলিমরোহিঙ্গা বিদ্রোহীরা গত ২৫ অগাস্ট কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে হামলা চালানোর পরতাদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে।
এই অভিযানে কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন। হাজারহাজার রোহিঙ্গা পালিয়ে ঢুকেছেন বাংলাদেশে।
রাখাইন প্রদেশে সেনা অভিযানের মধ্যে কোনোসাংবাদিককে ঢুকতে না দেওয়ার মধ্যে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কথাআসছে।
এর মধ্যেই ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে রোহিঙ্গা নির্যাতনের নামা ছবি।
এরই চারটি ছবি গত ২৯ অগাস্ট নিজের টুইটারএকাউন্টে তুলে রোহিঙ্গা নির্যাতনের বিপক্ষে সরব হতে বিশ্ববাসীকে আহ্বান জানানতুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক।
তার ওই টুইট ১৬০০ বার রিটুইট হয়, লাইক পদে ১২০০এর বেশি।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এই ছবিগুলো তুলেছিলেন, পরে মুছে ফেলেন
তার তোলা প্রথম ছবিতে রক্তাক্ত অনেকগুলো লাশদেখা যাচ্ছে, তবে ছবিটি অস্পষ্ট।
মিয়ানমারের অনেকে বলছেন, এই ছবিটি ২০০৮ সালেঘূর্ণিঝড় নার্গিসে নিহতদের ছবি। কেউ বলেন, এটা একটি নৌ দুর্ঘটনায় নিহতদের ছবি।
এই ছবিটি আসলে কোন ঘটনার তা নিশ্চিত হওয়া নাগেলেও তা যে রোহিঙ্গা নিপীড়নের এখনকার ঘটনার নয়, তা নিশ্চিত হয়েছে বিসিসি; কেননাছবিটি ইন্টারনেটে এসেছে গত বছর।
দ্বিতীয় ছবিতে মৃত এক ব্যক্তিকে গাছে বেঁধে রাখাদেখা যাচ্ছে, তার পাশে আহাজারি করছেন এক নারী।
এই ছবিটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ২০০৩ সালেরছবি বলে বিবিসি নিশ্চিত হয়েছে। ছবিটি তুলেছেন রয়টার্সের এক আলোকচিত্রী।
তৃতীয় ছবিতে মায়ের লাশ ধরে দুই শিশুকে কাঁদতেদেখা যাচ্ছে। এরাও আসলে রোহিঙ্গা নয়। এই ছবিটি আফ্রিকার দেশ রুয়ান্ডার ১৯৯৪ সালেরছবি।
চতুর্থ ছবিতে খালের মধ্যে উদ্বাস্তু মানুষেরছবিটি আসলে নেপালের; এই ছবির জন্য পুরস্কারও জিতেছিলেন আলোকচিত্রী।
ছবিগুলো তোলার পর সত্যতা নিয়ে সন্দেহ ওঠায় তামুছে দিয়েছেন মেহমেত সিমসেক। এক টুইটে তিনি স্বীকার করেছেন, তা ভুল হয়েছে।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেকের টুইটে ভুলের কথা স্বীকার
রোহিঙ্গাদের বিদ্রোহী দল আরাকান রোহিঙ্গাস্যালভেশন আর্মি- এআরএসএ, যারা পুলিশ ও সেনা চৌকিতে হামলার দায় স্বীকার করেছিল।
তারা মিয়ানমার সরকারের কাছে সন্ত্রাসী দল হিসেবেচিহ্নিত। তাদের নিয়েও ভুয়া ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই ছবি রোহিঙ্গাদের পক্ষে বাংলাদেশি জঙ্গিদের অবস্থানের বলে চালানো হচ্ছে
একটি ছবিতে রাইফেল হাতে বাঙালি চেহারার অনেককেযুদ্ধে দেখা যাচ্ছে, ছবির উপরে আবার লেখা আছে- ‘মিয়ানমারের নাগরিকদের জন্য লড়াইকরছে বাংলাদেশের জঙ্গিরা’।
কিন্তু এই ছবিটিও এই সময়ের নয়, এটি ১৯৭১ সালেবাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছবি।
এমন বিভ্রান্তির জালে না পড়তে জাতি সংঘেরমানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি এই বছর রাখাইন প্রদেশ নিয়ে এক প্রতিবেদনে নিজেদেরতোলা ছবি ছাড়া অন্য কোনো ছবি বা ভিডিও ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল।