বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরী পাচ্ছেন ইউনেস্কোর পুরস্কার
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2020 01:22 PM BdST Updated: 12 Feb 2020 01:24 PM BdST
উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে ভূমিকার স্বীকৃতি হিসেবে চলতি বছরের লোরিয়াল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
ইউনেস্কো মঙ্গলবার বিশ্বের পাঁচ অঞ্চলে এবারের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। ফিরদৌসী কাদরী এ পুরস্কার পাচ্ছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য।
ড. কাদরী বর্তমানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সংক্রামক রোগ বিভাগের মিউকোজাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান।
বাংলাদেশ ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের মধ্যে ভাইব্রো কলেরা ও ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত ডায়রিয়া নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।
ড. কাদরী ও তার সহযোগীদের সিকি শতাব্দির গবেষণার অন্যতম বড় সাফল্য হল কলেরার একটি সহজলভ্য ও কার্যকর টিকা তৈরি করা, যা বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষের জীবন বাঁচাতে সহায়ক হচ্ছে।
ফিরদৌসী কাদরী ছাড়াও আফ্রিকা ও আরব অঞ্চল থেকে আলবা মেহিও, ইউরোপ থেকে এডিথ হার্ড, লাতিন আমেরিকা থেকে এসপারেনজা মার্তিনেস রোমেরো এবং উত্তর আমেরিকা থেকে ক্রিস্টি আনসেথ এবারের লোরিয়াল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন।
ইউনেস্কো জানিয়েছে, পুরস্কারজয়ী পাঁচ বিজ্ঞানীর প্রত্যেকে এক লাখ ইউরো করে পাবেন। আগামী ১২ মার্চ প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুলে পিএইচডি করেন ফিরদৌসী কাদরী।
পরে আইসিডিডিআর,বির ইমিউনোলজি বিভাগে পোস্টডক্টোরাল করে একই বিভাগে সহকারী বিজ্ঞানী হিসেবে যোগ দেন তিনি।
আন্ত্রিক সংক্রামক রোগ নিয়ে মাঠ পর্যায়ের গবেষণায় ভূমিকার জন্য ২০১২ সালে ফ্রান্সের বিজ্ঞান একাডেমির ক্রিস্তোফ মরিউ পুরস্কার পান ড. কাদরী। সেই পুরস্কারের পাঁচ লাখ ইউরো দিয়ে তিনি গড়ে তোলেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি), যেখানে মূলত জন্মগত রোগ বা জেনেটিক ডিজঅর্ডার নিয়ে গবেষণা হয়।
-
পদার্থবিদ্যার নোবেল গেল ব্ল্যাক হোলে
-
তবে কি শুক্র গ্রহে মিলছে প্রাণের দেখা?
-
করোনাভাইরাসের অ্যান্টিবডি ‘স্বল্পস্থায়ী’: গবেষণা
-
আরেক মহামারীর আগে বাদুড়ের ডেরায় ‘ভাইরাস শিকারিরা’
-
যেভাবে দেখা যাবে ধূমকেতু নিওওয়াইজ
-
উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন রোববার
-
নভেল করোনাভাইরাস গরমে ছড়ায় কম?
-
করোনাভাইরাস: বিড়ালপ্রেমীদের জন্য সুখকর নয় গবেষণার ফল
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির