বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌ-পথে এই অবরোধ চলবে বলে জানিয়েছে প্রসীত খিসার নেতৃত্বাধীন সংগঠনটি।
Published : 23 Apr 2024, 05:26 PM
বান্দরবানে সশস্ত্র সংগঠন কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযানের প্রতিবাদে রাঙামাটিতে সড়ক ও নৌ-পথে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা এই অবরোধ চলবে বলে সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরণ চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণগ্রেপ্তার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর অন্যায় বাধা-নিষেধের অভিযোগ এনে এর প্রতিবাদে অবরোধ ডাকা হয়েছে।”
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রসীত খিসার নেতৃত্বাধীন সংগঠনটি অবরোধ সফল করতে বাস-ট্রাক-লঞ্চসহ সব যান ও পরিবহন মালিক এবং শ্রমিক সমিতি ও সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।”
অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি, নিরীহদের হয়রানি বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউপিডিএফ।
২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোক। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে। দুদিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি।
রুমার ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।
দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যের যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর এই অভিযান সমন্বয় করছেন সেনাবাহিনী।
যৌথ বাহিনীর এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২১ নারীসহ ৭১ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
এর মধ্যে সোমবার রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক ‘সদস্যের’ নিহতের খবর জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
আরও পড়ুন:
রুমায় যৌথ অভিযানে কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
রুমায় ব্যাংক ডাকাতি: কেএনএফ সন্দেহে আরও ৩ নারী গ্রেপ্তার
থানচি ব্যাংক ডাকাতি: দুইজন দুই দিনের রিমান্ডে
কেএনএফ সন্দেহে গ্রেপ্তার ৫২ জন রিমান্ডে
রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুট: গ্রেপ্তার আরও ৪
কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪
কেএনএফের ২ সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর
কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ গ্রেপ্তার
ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট: বম সম্প্রদায়ের আরও তিনজন গ্রেপ্তার
হঠাৎ বাতিল বান্দরবানের হোটেল-রিসোর্টের বুকিং, নেপথ্যে কী
এবার কেএনএফের ‘সহযোগী’ রুমা থেকে গ্রেপ্তার
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ
কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ যেভাবে গ্রেপ্তার
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কেএনএফের সঙ্গে সংলাপ সম্ভব নয়: শান্তি প্রতিষ্ঠা কমিটি
পাহাড়ে অবশ্যই শান্তি ফিরবে, সে পথেই যাচ্ছি: বম পার্টি
‘সক্ষমতা জানান দিতেই’ কেএনএফের হামলা: র্যাব
দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের ‘বম পার্টি’ আতঙ্ক
রুমায় ব্যাংক ডাকাতি: ‘লড়বি না, লড়লেই গুলি করে দেব’
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
ভালো আছি, কৃতজ্ঞতা: ব্যাংক ম্যানেজার নেজাম
ঘণ্টাখানেক গোলাগুলির পর থমথমে থানচি
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
ব্যাংক ডাকাতি-অর্থ লুট: রুমা ও থানচিতে ৬ মামলা
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ম্যানেজার নেজামকে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যায় সশস্ত্ররা
ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা: আইজিপি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রুমায় ব্যাংক লুট: সন্ধান মেলেনি ‘অপহৃত’ ব্যবস্থাপকের