গোপালগঞ্জে ভটভটিতে ট্রেনের ধাক্কা, ৫ শ্রমিক নিহত

গোপালগঞ্জে শ্রমিক বহনকারী একটি ভটভটিতে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2022, 04:52 PM
Updated : 21 July 2022, 06:53 PM

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকয় এ দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস ( ৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস ( ৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।  

আবুল কালাম জানান, রাত সাড়ে ৯টার দিকে কনস্ট্রাকশন কাজ শেষে কয়েকজন শ্রমিক একটি ভটভটিতে করে কাঠামদরবস্ত রেল ক্রসিং পার হচ্ছিলেন।

“এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।”

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা  উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।

আহতদের নাম পরিচয় জানা যায়নি; তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।