ময়মনসিংহে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় খাট তৈরির মজুরি নিয়ে দ্বন্দ্বের জেরে এক হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2022, 03:08 PM
Updated : 21 July 2022, 03:08 PM

জায়েদুর রহমান উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান। ইউনিয়নের গাগলা গ্রামের শামসুদ্দিনের ছেলে তিনি। 

ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম মমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক প্রসূনকান্তি দাস জানান।

গত ২ জুন ইউনিয়নের শাহগঞ্জ বাজারে খাট তৈরির মজুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তি মারা যান।

ঘটনার পরদিন নিহতের ভাতিজা শেখ হালিম চেয়ারম্যান জায়েদুর রহমানসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেন।

পরিদর্শক প্রসূনকান্তি বলেন, জায়েদুর রহমান ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। বিকালে তিনি আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।