সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চকবাজার ও রাজগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, দইয়ে ওজনে কম দেওয়ায় শহরের চকবাজারে বিজয় মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, অক্ষয় মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা এবং রাজগঞ্জ বাজার এলাকার মিষ্টি ঘরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
“এ ছাড়া ফৌজদারি রোড এলাকার সিপি ফাইভ স্টার নামের একটি প্রতিষ্ঠানে বেশি দামে ফান্টা বিক্রি করায় ভোক্তার লিখিত অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।”
অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা দেওয়া হয়; জনস্বার্থে অভিযান চলবে বলে আছাদুল জানান।