সোমবার দুপুরে কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান।
গ্রেপ্তার আলী আকবর খান (২২) বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বরাতে কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একই বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকে। দুই পরিবারের ১৫ বছর ও ১৪ বছর বয়সী দুই মেয়ে একে অপরের বান্ধবী।
মামলায় অভিযোগ করা হয়, “রোববার দুপুরে টিনশেড ভাড়া বাড়ির গোসলখানায় তারা দুজন একসঙ্গে গোসল করছিলেন। এ সময় তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী আলী আকবর খান টিনের ছিদ্র দিয়ে তাদের গোসলের দৃশ্য ভিডিও করেন মোবাইল ফোনে।”
অভিযোগে বলা হয়, পরবর্তীতে আলী আকবর খানের বড় বোন সন্ধ্যায় ওই মোবাইল ফোনটিতে ইন্টারনেট ডাটা রিচার্জ করতে ওই দুই কিশোরীর একজনের কাছে নিয়ে যান।
“রিচার্জ শেষে ডাটা চালু হলে মেয়েটি দেখেন তাদের দুই বান্ধবীর গোসলের ভিডিও আলী আকবর খানের ফেইসবুক আইডির মেসেঞ্জারে রাখা হয়েছে।”
এরপর বিষয়টি জানাজানি হলে থানায় মামলা দায়ের করা হয়।
ওসি আবু সিদ্দিক জানান, সোমবার সকালে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে আলি আকবর খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।