জেলার হরিপুর মহিলা কলেজের মাঠে সোমবার বেলা ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন হয়।
সম্মেলনের জন্য সকাল ১১টা থেকে হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ মাঠে আসতে শুরু করেন। বেলা ১টার দিকে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন হয়।
সোলেমান আলী নামে একজন অভিভাবক বলেন, আওয়ামী লীগের সম্মেলন করার জন্য উপজেলায় অনেক জায়গা ফাঁকা ছিল। সেসব জায়গায় সম্মেলন করতে পারত তারা। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হয়েছে।”
তবে এতে কোনো ক্ষতি হয়নি বলে মনে করেন কলেজটির অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।
কলেজ ছুটি দিয়ে সম্মেলনের আয়োজন করা নিয়মবহির্ভূত বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।
তিনি বলেন, “বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”