নড়াইলের লোহাগড়ায় হিন্দুদের বাড়িতে হামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
Published : 18 Jul 2022, 07:11 PM
লোহাগড়া আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোরশেদুল আলম সোমবার বিকেলে এ আদেশ দেন বলে আদালতের জিআরও এএসআইএমএম রাজিব জানান।
সম্প্রতি ফেইসবুকে পোস্ট দিয়ে ধর্ম অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ার এক তরুণের বিরুদ্ধে। এ নিযে উত্তেজনা ছড়ালে শুক্রবার রাতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয় সাহাপাড়ার কয়েকটি বাড়িতে।
জিআরও রাজিব বলেন, শুনানি শেষে গ্রেপ্তারকৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জু করেন বিচারক।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করেন সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন।
আসামি হলেন লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে সাঈদ শেখ (৫৫), দিঘলিয়া গ্রামের ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮), লুটিয়া গ্রামের আজিজুল গাজীর ছেলে কবির গাজী (৪০), বাটিকাবাড়ি গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের সাদেকুর রহমান মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (৩০)।