পরে তিনি কল্পিত ডাকাতদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললেও ধরা পড়েন।
রোববার রাতে এ ঘটনা ঘটে বলে উপজেলার ভিয়াইল ইউনয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ জানান।
নিহত সাথী রায় (১৩) ভিয়াইল ইউনয়নের দল্লাপাড়ার গ্রামের সরেন চন্দ্র রায়ের মেয়ে।
পরিবারের বরাতে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ জানান, সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর থেকে হাঁস আনতে যায় সাথী। এ সময় ঝোঁপে থাকা একটি সাপ তাকে কামড় দেয়।
সাথী বাড়ি এসে পরিবারকে জানালে স্থানীয় ওঝা ডেকে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।