ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা বাজার এলাকায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস জানান।
নিহত মিতুল যশোরের বাঘারপাড়া থানার আলাদিপুর গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে।
ওসি ওয়াহিদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী সারবোঝাই একটি ট্রাক মতিহারা বাজার এলাকায় থামে। চালক বাথরুমে যাওয়ার জন্য ট্রাক থেকে নেমে গেলেও সহকারী মিতুল ট্রাকে ছিলেন। এ সময় দিনাজপুরগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে মিতুল আটকা পড়েন।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আসেন। তারা মিতুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে যান বলে জানান ওসি ফেরদৌস।