আহত হয়েছেন আরও তিনজন, যাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বেলা ১২টায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান।
নিহত আবদুস সালাম মাদবর (৭০) সন্ন্যাসীর চর ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, নিজ বাড়ির সামনে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বৃদ্ধকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।