কুমিল্লায় ছবি ভাইরাল হওয়া সেই আগ্নেয়াস্ত্র থানায় জমা

কুমিল্লায় সেই আগ্নেয়াস্ত্রটি থানায় জমা দেওয়া হয়েছে; যার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2022, 01:19 PM
Updated : 16 July 2022, 03:11 PM

বৃহস্পতিবার জেলার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার অভিযোগ উঠলে মনিরুজ্জামান জুয়েল নামে এক ব্যক্তির আগ্নেয়াস্ত্র ধরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

শাহজালাল মজুমদারের দাবি, মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, শুক্রবার রাতে জুয়েলের স্ত্রী ফারজানা হক এসে অস্ত্রটি থানায় জমা দেন।

“অস্ত্রটির লাইসেন্স আছে। দেখতে অনেকটা সামরিক বাহিনীর অস্ত্রের মত হলেও এটি একটি টু পয়েন্ট টু বোর রাইফেল। এর মডেল হচ্ছে জিএসজি-৫। এটি জার্মানির তৈরি। আমরা তার লাইসেন্স চেক করে অস্ত্রটির সঙ্গে মিলিয়েছি। এর বৈধ লাইসেন্স আছে।”

লাইসেন্স থাকলেও অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো যায় কিনা সে বিষয়ে ওসি বলেন, “যে ছবিটা ভাইরাল হয়েছে তা চেয়ারম্যানের ওপর হামলার দিনের নয়। ছবিটা অনেক আগের। যেহেতু হামলার দিন ছবিটা ভাইরাল হয়েছে, তাই আমরা তার পরিবারকে অস্ত্রটি জমা দেওয়ার জন্য চাপ দেই।

“আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর প্রমাণ পেলে তার লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করব।”

মনিরুজ্জামান উপজেলার নালঘর গ্রামের আলী আকবরের ছেলে। তিনি বেলজিয়ামে থাকতেন; এখন বাড়িতে থাকলেও কোনো পেশাগত কাজের সঙ্গে জড়িত না। নিজেকে তিনি যুবলীগ নেতা বলে দাবি করলেও শাহজালাল মজুমদার অস্বীকার করেছেন।