কোভিড: জয়পুরহাটে ইউএনওসহ এক সপ্তাহে ৩২ আক্রান্ত

জয়পুরহাট সদরের ইউএনও ও সহকারী কমিশনারসহ (ভূমি) জেলায় এক সপ্তাহে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 05:03 PM
Updated : 7 July 2022, 05:14 PM

বৃহস্পতিবার জয়পুরহাট জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুলসী চন্দ্র রায় এ কথা জানান।

আক্রান্তদের মধ্যে ২৮ জন সদর উপজেলার এবং চারজন কালাই উপজেলার।

সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯০ জন নতুন রোগী।

সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় জানান, চলতি মাসের ১ তারিখে ৪ জন, ৩ তারিখে ৫ জন, ৪ তারিখে ১০ জন, ৫ তারিখে ৩ জন, ৬ তারিখে ২ জন এবং ৭ তারিখে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন তুলসী চন্দ্র রায় বলেন, ইউএনও মো. আরাফাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদসহ আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

“আমাদের চিকিৎসকরা তাদের ব্যবস্থাপত্রসহ সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং কোনো অসুবিধা হলে তাদের আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে।”

ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনার স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরাও সেইভাবে কাজ করছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধিসহ সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।