কক্সবাজারে হোটেল থেকে অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার পর্যটন এলাকার হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 12:45 PM
Updated : 7 July 2022, 01:11 PM

হোটেলের নিবন্ধন খাতায় এই নারীর পরিচয় লিপিবদ্ধ করা হয়নি। হোটেলে ওঠার সময় তার সঙ্গে থাকা ‘এক ব্যক্তি নিজেকে স্বামী বলে পরিচয় দেন’, যাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

কক্সবাজার থানার এসআই মো. আতিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার 'নির্জন রিসোর্ট' থেকে মৃতদেহটি উদ্ধার করেন তারা।

“তার বয়স ২৫-২৬ বছর হতে পারে। ৬ নম্বর কক্ষে খাটে শোয়ানো অবস্থায় ছিল মরদেহ। কক্ষের দরজা খোলা অবস্থায় পেয়েছে পুলিশ। শরীরের কোথাও স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।”

তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

হোটেল কর্তৃপক্ষের বরাতে এসআই বলেন, "বুধবার রাত ৩টায় স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নেন এই নারী ও তার এক পুরুষ সঙ্গী। তাদের নাম-পরিচয় হোটেল কর্তৃপক্ষ নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করেনি। হোটেলটিতে সিসি ক্যামেরাও নেই।"

‘রাত হয়ে যাওয়ায় নাম-পরিচয় নথিভুক্ত করা হয়নি’ বলে রিসোর্টের ব্যবস্থাপক আব্দুল আলীমের ভাষ্য।

আলীম বলেন, “ভোরে আমি ফজরের নামাজ পড়তে বের হই। ফিরে এসে দেখি তাদের কক্ষের দরজা খোলা। ভেতরে ঢুকে ওই নারীকে শোয়া অবস্থায় দেখতে পাই। স্বামী পরিচয় দেওয়া লোককে পাওয়া যায়নি। পরে পুলিশকে জানাই।”

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুলিশের বিশেষজ্ঞ ইউনিটের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআই আতিকুল।