ময়মনসিংহে ঈদের উপহারে এতিমদের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবীরা

“ঈদে আগে এত আনন্দ কোনো দিন করিনি। সকাল থেকে আপুরা হাতে মেহেদী লাগিয়ে দিচ্ছে, পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। পেয়েছি নতুন জামা কাপড়, চুড়ি, গহনাসহ কোরবানি দেওয়ার জন্য খাসি। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে।”

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 12:18 PM
Updated : 7 July 2022, 12:18 PM

ঈদ আসার আগেই এতিম শিশু সুমাইয়া আক্তারদের মনে এমন খুশি এনে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’।

‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি এবার ময়মনসিংহে এতিম বালিকা শিশুদের মাঝে নতুন পোশাক, সেমাই, চিনি, মেহেদী, পিঠা এবং কোরবানির জন্য খাসি বিতরণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন মোমেনশাহী বালিকা এতিমখানায় ৫০ জন এতিম শিশুর হাতে মেহেদী দিয়ে ও পিঠা বানিয়ে আনন্দ উৎসব করেন স্বেচ্ছাসেবীরা।

এতিমখানার তত্ত্বাবধায়ক মোজাম্মেল হোসেন বলেন, “নানা শ্রেণি পেশার মানুষের অনুদানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। ঈদকে সামনে রেখে মুক্তির বন্ধন ফাউন্ডেশন এতিম শিশুদের যে আনন্দ দিয়েছে তা বলা বাহুল্য। আশা করছি আমাদের প্রতি তাদের এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী শাহনাজ পারভীন নাবিলা বলেন, “ওদের কাছে এসে কথা বলে আমরাও অনেকটা আল্পুত। আমরা সবসময় চেষ্টা করি অসহায়দের পাশে থেকে সহযোগিতা করার। ”