মানিকগঞ্জের ধলেশ্বরীতে গরু বোঝাই ট্রলার ডুবি, ছয়টির মৃত্যু

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীতে গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে; এতে ছয়টি পশু মারা গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 09:23 AM
Updated : 7 July 2022, 09:23 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবে যাওয়া ট্রলার থেকে ২১টি জীবিত এবং ছয়টি গরুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ছয় থেকে সাত লাখ টাকা হবে।

সকালে দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কোরবানির গরু নিয়ে বিক্রির জন্য রাজধানীর গাবতলী হাটের দিকে যাচ্ছিলেন। পথে ট্রলারটি ডুবে যায়।

প্রবল স্রোতের টানেই ট্রলারটি ডুবে যায় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঘিওর স্টেশনের সাব-স্টেশন অফিসার ফজলুর রহমান জানান।

বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের ১০ সদস্য গরু উদ্ধারে কাজ করে। দুটি গরু ট্রলারে বাঁধা থাকায় ডুবুরি আনা হয়েছিল।