টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ স্বস্তি নিয়েই এ মহাসড়ক দিয়ে বাড়ি ফিরতে পেরেছে। কিন্তু রাতভর বৃষ্টি আর বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে দুটি সড়ক দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার সকাল থেকে গাড়ি চলছে ধীর গতিতে।
দুই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও সেগুলো সরিয়ে নিতে সময় লেগে যায়। ফলে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মনির হোসেন।
বাংলাদেশে কোরবানির ঈদ হবে রোববার। তার আগে বৃহস্পতিবারই শেষ কর্মদিবস। ফলে অফিস ছুটির পর বিকাল থেকে ঢাকা থেকে বিভিন্ন জেলার যাত্রীদের মূল চাপ শুরু হবে।
টাঙ্গাইলের সড়কে সকাল থেকেই যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে জানিয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, “বিকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রীর ভিড় আরও বাড়বে, সড়কে যানবাহনের সংখ্যাও বাড়বে। যাত্রীদের দুর্ভোগ যাতে না হয়, সেজন্য প্রয়োজনীয় সব কিছু করতে আমরা ব্যবস্থা নিয়েছি।”