বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাস মালিক সমিতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন জানান।
মৃতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার দোহারো গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম (৩০) এবং একই এলাকার আতিউর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। তারা ঢাকার একটি পেশাক কারখানার কর্মী ছিলেন।
এ ঘটনায় আহত শামিম মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে এসআই মোয়াজ্জেম বলেন, “আজিজুল ও মতিউর ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঢাকা থেকে বাসে উঠে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এলাকায় নামেন তারা। সেখান থেকে মাহেন্দ্রতে করে পাংশা উপজেলার দিকে যাচ্ছিলেন।
“মাহেন্দ্রতে আট থেকে দশজন যাত্রী ছিল। পথে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহেন্দ্র চালককে আটক করে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান মোয়াজ্জেম।