টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় বৈরি আবহাওয়ায় সাতক্ষীরা উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার গভীর রাতে নিহত সবুজের বাবা শহীদ মোল্যা বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন বলে এসআই বেলাল হোসেন জানান।
মামলার এজাহারে জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুর সদরের ডিগ্রিরচর ইউনিয়নের কাজের মাতুব্বরের ডাঙ্গী এলাকার শহীদের ছেলে ২৯ বছর বয়সী সবুজ বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে ইন্টারনেট সেবার ব্যবসা করতেন তিনি।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় সবুজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।