সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়াল ঢাবির সাবেক শিক্ষার্থীরা

সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 09:50 AM
Updated : 7 July 2022, 04:00 AM

বিশ্বম্ভরপুর উপজেলায় সাড়ে ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রায় পাঁচ লাখ টাকার খাবার ও ৫০০ টাকা করে বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন ও সংগঠনের সদস্যরা দুর্গতদের হাতে চাল, ডাল, তেলসহ এক সপ্তাহের ত্রাণ সামগ্রী তুলে দেন।

সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সময়ে দুঃস্থ মানুষের সহযোগিতায় কাজ করেন সংগঠনের সদস্যরা।

গত বছরের বন্যায়ও সাতক্ষীরায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পরিবহনে ১০টি কোষা নৌকা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া লালমনিরহাটে ধর্ষণের শিকার ১০ নারীকে সেলাই মেশিন ও টাকা এবং ২০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করে এ অরাজনৈতিক বন্ধু সংগঠনটি।