রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ

রাজশাহী মহানগরীতে এক রেলওয়ে কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে; আহত হয়েছেন আরও একজন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 02:45 AM
Updated : 6 July 2022, 02:45 AM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

নিহত যুবকের নাম সোহেল রানা। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি রেলওয়ে ওয়েম্যান পদে চাকরি করতেন।

এ ঘটনায় আহত ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি বলেন, “কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

“তবে স্থানীয় লোকজন জানিয়েছে, ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছেন, তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, মদ কেনা নিয়ে একটি বাড়িতে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে পরে ফারুককে ছুরিকাঘাত করা হয়।

এ সময় ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে ফারুকও আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।