বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ তাদের বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে ১০ জন গৌরনদী থানা এবং চারজন উজিরপুর মডেল থানায় ছিলেন।
গৌরনদী মডেল থানা থেকে বরখাস্ত হয়েছেন এসআই মো. আ. গাফফার হোসেন, এসআই ছগির মিয়া, এএসআই সোহরাব হোসেন, কনস্টেবল মো. ইকবাল, মো. কামাল, মুরছালিন, নয়ন,
অমৃত, মেহেদী ও আব্দুল হক রানা।
উজিরপুর মডেল থানার বরখাস্তরা হলেন এসআই মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, মো. সোহেল রানা ও ইমরান হোসেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর হওয়ার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
“বিগত সময়ে আমরা বিভিন্ন মারফতে মহাসড়কে দায়িত্বরতরা কীভাবে দায়িত্ব পালন করে খোঁজ নিয়েছি। সেখান থেকে পাওয়া তথ্যে গেছে, কয়েকজন সঠিকভাবে দায়িত্ব পালন করে না। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অন্যদের কঠোর হওয়ার বার্তা দিয়েছি।
“বেতন নিয়ে দায়িত্ব পালন করবে না – সেটা হবে না। শতভাগ নাগরিক সুবিধা দিতে হবে।”