নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 03:54 PM
Updated : 5 July 2022, 03:54 PM

একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তার জন্য আরও এক বছরের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসান মাহমুদুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত নবির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের আমির শাহর ছেলে।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি নবির শাহর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে  (৪০) খালাস দিয়েছে আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নবির শাহর প্রথম স্ত্রী লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভেতর গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় লতিফনের বড় ভাই মো. মোজাম্মেল বাদি হয়ে নিয়ামতপুর থানায় নবির শাহ ও হেমলতার নামে মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নবিরকে এই সাজা দিল।