বৃহস্পতিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুলাল আহত হন; সোমবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
নিহত সবুজ মোল্লা শহরের বায়তুল আমান এলাকার শহিদ মোল্লার ছেলে। ইন্টারনেট সেবার ব্যবসা করতেন তিনি।
ফরিদপুর বিএসএমএমসি হাসপাতালের চিকিৎসক মিজান জানান, সোমবার রাত ১১টার দিকে সবুজকে হাসপাতালে আনা হয়। কুপিয়ে তার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা অবস্থায় ছিল। এছাড়া মাথা ও ডান হাতসহ সারা শরীরে ধারালো কোপের চিহ্ন ছিল।
পূর্বশক্রতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে পুলিশ এ বিষয়ে কিছু বলতে পারেনি।
কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, বায়তুল আমান এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়। পরে সবুজ মারা যান। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। খুনি সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। খুনি শনাক্ত করার চেষ্টা চলছে।
হত্যার বিচার দাবিতে সবুজের স্বজন ও এলাকাবাসী শহরে বিক্ষোভ দেখিয়েছেন। তারা অবিলম্বে খুনি গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।