ময়মনসিংহে একজনকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহের ত্রিশালে একজনকে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 12:01 PM
Updated : 5 July 2022, 12:01 PM

তাছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিামানা না দিলে তাদের জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত। 

ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ত্রিশাল উপজেলার কোনাবাড়ী এলাকার অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) ও মজনু মিয়া।

তাদের মধ্যে দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও মোবারক পলাতক রয়েছেন।

আদালতের এপিপি সোহরাব উদ্দিন খান মামলার নথির বরাতে বলেন, ২০১২ সালের ১১ অগাস্ট ত্রিশাল থানার কোনাবাড়ী নদীর পাড় থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ত্রিশাল থানার তৎকালীন এসআই শাহীনূর আলম তাকে তাইজুদ্দিন (২২) নামে শনাক্ত করেন।

নিহতের বাবা নূরুল ইসলাম মামলা করেন। আসামি মোবারক হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন দিল।