নদী উপচে পানি ঢুকে পড়ছে উপকূলীয় কাঠালিয়া উপজেলায়।
মঙ্গলবার ভোরে মাটিলা গ্রামের মাঠ থেকে আটকদের মধ্যে পাঁচজন পুরুষ, সাতজন নারী এবং আটজন শিশু রয়েছে।
বিজিবি ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, বিজিবির একটি টহল দল মেইন সীমান্ত পিলার ৫২/১৬ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ২০ জনকে আটক করে। তারা ভারত থেকে অনুপ্রবেশ করেন।
আটকদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে জানিয়েছেন বিজিবি। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।