খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও

উত্তরের পথে ঈদযাত্রায় স্তস্তি আনতে খুলে দেওয়া হয়েছে ফুলজোড় নদীর ওপর নির্মিত নলকা সেতুর দ্বিতীয় লেইনও।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 03:38 PM
Updated : 4 July 2022, 03:38 PM

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে খুলে দেওয়া হয় এই সেতুর প্রথম লেইন।

সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন-২ প্রকল্পের ব্যবস্থাপক আহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের এই সেতুটি ২৮৯ মিটার লম্বা। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দ্বিতীয় লেইনটিও খুলে দেওয়া হয়।

দুই লেইন দিয়ে চারটি করে গাড়ি একসঙ্গে চলতে পারবে। এছাড়া এর পাশের পুরনো নলকা সেতুও যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

মাসুদ বলেন, “আমরা আশা করছি সেতুটি খুলে দেওয়ার ফলে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।”

সেতুর সৌন্দর্যবর্ধনসহ কিছু কাজ এখনও বাকি রয়েছে।

আগামী বছর মার্চ মাস পর্যন্ত নির্মাণকালের মেয়াদ রয়েছে জানিয়ে মাসুদ বলেন, এ সময়ে মধ্যে বাকি কাজ শেষ করা হবে।

সোমবার সকালে দ্বিতীয় লেইন উন্মুক্ত করার সময় সেতু কর্তৃপক্ষের উপ-প্রকল্প ব্যবস্থাপক আবু সাদ, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এখলাস উদ্দিন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।