আহত হয়েছেন আরও তিনজন, যাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিহারচর গ্রামে এ ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
মৃতরা হলেন- ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মানিক মিয়া (২৮) ও মিয়াশা মিয়া (৩০)।
ওসি বলেন, মানিক ও মিয়াশা বাড়ির পাশে হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বেলা ১১টার দিকে এলাকাবাসী হাওরে তাদের পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নান্তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।