কোভিড: ২৪ ঘণ্টায় ময়মনসিংহে একজনের মৃত্যু, শনাক্ত ৪৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 06:58 AM
Updated : 4 July 2022, 07:12 AM

ময়মনসিংহ মেডিকেলের করোনাভাইরাস ইউনিটের ফোকালপারসন মহিউদ্দিন খান মুন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

চিকিৎসক মুন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭২ বছর বয়সী বৃদ্ধের নাম মোহাম্মদ খান; তার বাড়ি নেত্রকোণা জেলায়।

হাসপাতালে কোভিড ইউনিটে মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন, তাদের মধ্যে আইসিইউতে একজন আছেন বলেও জানান মহিউদ্দিন খান মুন।

এ ছাড়া কোভিড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দুজন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে, শনাক্তের হার শতকরা ১৪ শতাংশ।