গাজীপুরে রিসোর্ট থেকে উদ্ধার মায়া হরিণ গেল সাফারি পার্কে

গাজীপুরের একটি রিসোর্টে অভিযান চালিয়ে দুটি ‘মায়া’ হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 06:07 AM
Updated : 4 July 2022, 06:07 AM

বন বিভিাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম জানান, রোববার তারা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার ‘সারা রিসোর্টে’ অভিযান চালিয়ে হরিণ দুটি উদ্ধার করেন।

পরে মায়া হরিণ দুটিকে রাতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

রিসোর্টে অভিযানের নেতৃত্ব দেন বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা; সে সময় জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সাদেকুল ইসলাম ছাড়াও ঢাকা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান তার সঙ্গে ছিলেন।

সাদেকুল ইসলাম বলেন, ওই রিসোর্টে হরিণ পালনের অনুমতি ছিল না। রিসোর্ট কর্তৃপক্ষ বলেছে, কয়েক মাস আগে হরিণ দুটি তারা কিনে এনেছিল। তবে কাদের কাছ থেকে কেনা হয়েছে, সে বিষয়ে জানা যায়নি।

“রিসোর্ট কর্তৃপক্ষ দোষ স্বীকার করে বলেছে, এ বিষয়ে আইনে কী আছে, তা তাদের জানা ছিল না। ভবিষ্যতে দেশীয় বণপ্রাণী তারা রাখবে না বলেও একটি অঙ্গীকারনামা দিয়েছে।”