এমপির বাগানবাড়ি থেকে হনুমান উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সাভারের বাগানবাড়ি থেকে তিনটি হনুমান উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 05:40 PM
Updated : 2 July 2022, 05:40 PM

শনিবার দুপুরে কবিরপুর এলাকার এই বাগানবাড়িতে বনবিভাগের কর্মকর্তারা অভিযান চালান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, গোপন সংবাদ পেয়ে কাজী ফিরোজ রশিদের বাগানবাড়িতে অভিযান চালানো হয় এবং সেখানে অবৈধভাবে রাখা তিনটি মুখপোড়া হনুমান জব্দ করা হয়।

“পরে রাত ৮টার দিকে প্রাণীগুলোকে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।”

নিগার সুলতানা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ তফসিল-১  এর অন্তর্ভুক্ত বিপন্ন প্রজাতির এ হনুমান লালন পালন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ।

কাজী ফিরোজ রশিদের বরাতে বনকর্মকর্তারা বলেন, কয়েক বছর আগে পার্বত্য এলাকা থেকে এক ব্যক্তি তাকে মুখপোড়া হনুমানের চারটি বাচ্চা সরবরাহ করেছিলেন। একটি ছোট অবস্থায় মরে গিয়েছিল। বিপন্ন প্রজাতির এই হনুমান লালনপালন, ধরা কিংবা ক্রয়-বিক্রয়ের আইন সম্বন্ধে তার জানা ছিল না।